ফেনীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে।বুধবার গভীর রাতে ফুলগাজী উপজেলার আমজাট ইউনিয়নের ধর্মপুর এলাকায় এঘটনাটি ঘটে।নিহত মাসুদ রানার লাশ ফেনীর ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, গতরাতে ধর্মপুর এলাকার মাসুদ রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু জসিম উদ্দিন। এ সময় উভয়ের মধ্যে আর্থিক কোন লেনদেন বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।একপর্যায় জসিম ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে মাসুদের ঘাড়ে উপর্যপুরি আঘাত করে।এতে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায় মাসুদ।এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে জসিম পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনীর ফুলগাজী মডেল থানার পরিদর্শক কতুবউদ্দিন জানান, অভিযুক্তকে ধরতে বিভিন্নস্থানে অভিযান চলছে।