কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি’র (এইডস) পর এবার কলেরা রোগের জীবাণু শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত দুই মাসে সাড়ে তিন শতাধিক রোহিঙ্গার কাছ থেকে কলেরা রোগের জীবাণু পাওয়া গেছে। এর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, ঘিঞ্জি শিবিরে গাদাগাদি বসবাসকে দায়ী করছেন শরণার্থী শিবিরে দায়িত্বরত চিকিৎসকরা। গত দুই মাসে কক্সবাজারের উখিয়া-টেকনাফে সাড়ে চার শতাধিকের বেশি লোকের কলেরা রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাড়ে তিন শতাধিক রোহিঙ্গা। বাকিরা স্থানীয় লোকজন।
রোহিঙ্গা শিবির থেকে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে কলেরা ছড়িয়ে পড়া উদ্বেগের কারণ। কক্সবাজার সিভিল সার্জনও জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে দিন দিন কলেরা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে গত দুই মাসে তিন শতাধিকের বেশি রোহিঙ্গার কাছে কলেরার জীবাণু পাওয়া গেলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কের কারণ না হলেও এটি যে উদ্বেগের কারণ তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেননা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা সে দেশে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। এ কারণে তারা নানা রোগে আক্রান্ত অবস্থায় এসেছিল। বিশেষ করে শিবিরে গাদাগাদি বসতির ফলে এই রোগে ঝুঁকি আরও বাড়তে পারে। এ ছাড়া রোহিঙ্গা ও স্থানীয়দের বসতি একই পরিবেশের হওয়ায় তাদের মাঝেও এই রোগের সংক্রমণ হচ্ছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পসহ স্থানীয় সাড়ে চার শতাধিকের বেশি লোকের শরীরে কলেরার জীবাণু শনাক্ত করা হয়েছে। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে রোহিঙ্গাদের জন্য লেদা শরাণার্থী শিবিরের একটি ডায়রিয়া ট্রিটমেন্ট সেন্টার রয়েছে আইসিডিডিআরবি’র। তাদের আরেকটি ডায়রিয়া ট্রিটমেন্ট সেন্টার রয়েছে টেকনাফে। তবে সেখানে রোহিঙ্গা রোগী ট্রিটমেন্ট দেওয়া হয়। এই দুই সেন্টারে গত দুই মাসে প্রায় দেড় হাজারের কাছাকাছি ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু লেদা ডায়রিয়া সেন্টারে চলতি বছরের ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আটশ’ ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে শতাধিকের কাছ থেকে কলেরা জীবাণু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া টেকনাফ সেন্টারে ৩০ জন, বাকি রোগী পাওয়া গেছে শালবাগান ও উখিয়া রোহিঙ্গা শিবিরের। এর মধ্যে পাঁচ বছরের নিচে সাতশ’ শিশু এই রোগে আক্রান্ত। রোহিঙ্গাদের জন্য তো বটেই, স্থানীয়দের জন্যও এটি ঝুঁকির কারণ।
এ কথা অনস্বীকার্য যে, রোহিঙ্গাদের মাধ্যমে স্থানীয়দের মাঝে এই রোগ ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাতে কলেরা রোগ না ছড়ায়, সে কারণে ৮ ডিসেম্বর থেকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সেখানকার সিভিল সার্জন। এছাড়া শরণার্থী শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার থেকে তারা ডায়রিয়া ও কলেরার মতো রোগে আক্রান্ত হচ্ছে। তাদের জন্য মানসম্মত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। সব রোহিঙ্গা শিবিরে কলেরা ছড়িয়ে পড়ার পাশাপাশি স্থানীয় গ্রামগুলোতে ছড়িয়ে পড়ার আগেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।