২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন এবং জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবনে’র উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবছরই মর্যাদার সঙ্গে প্রতিবন্ধী দিবস পালন করি। কেউ পেছনে পড়ে থাকবে না- এই লক্ষ্য আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি।’ তাছাড়া প্রতিবন্ধিতা নানা কারণে হয়। যে কেউ এরকম হতে পারেন। অটিজমের কারণ এখনও জানা যায়নি। তাদের প্রতি আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি ‘কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। ছোট ছোট বাচ্চাদেরও এই শিক্ষা দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সরকারের পতিত জমি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব জমির তালিকা করতে পারলে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিবন্ধীদের খেলাধুলা, প্রশিক্ষণ, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধিদফতর প্রতিষ্ঠার দাবি ছিল, এটা করে দেওয়া হয়েছে। কিন্তু ফাউন্ডেশনকে অধিদফতর করলে প্রতিবন্ধীদের কোনো লাভ নেই, আর থাকলেও কতটুকু তা আমি জানি না। তবে লাভ কিছু সরকারি কর্মকর্তার। এতে করে তারা প্রমোশনসহ আরেকটু পদায়নের জায়গা পাবে। তবে ফাউন্ডেশন থাকলে আর্থিক সহায়তা আসবে, ট্রেনিংয়ের ব্যবস্থা হবে, আমরা মাস্টার ট্রেইনার তৈরি করতে পারবো।
সব বেসরকারি ব্যাংককে বলা আছে, তারা সমাজকল্যাণের কাজে টাকা ব্যয় করে। এসব খাত থেকেও প্রতিবন্ধীদের জন্য টাকা আসবে। কাজেই ফাউন্ডেশনকে অধিদফতর করলে সরকারি অফিসারদের লাভ। এতে করে প্রতিবন্ধীরা সরকারি অফিসারদের হাতে জিম্মি হয়ে যেতে পারে। তাই ফাউন্ডেশনকে অধিদফতর করা ঠিক না।’
প্রতিবন্ধীদের সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন করেছি। এটা থাকলে অনেকে অনুদান দেয়। আন্তর্জাতিকভাবে নানা ধরনের সাহায্য পাওয়া যায়। চিকিৎসা, ট্রেনিং এগুলো পাওয়া যায়। আর ট্রেনিংগুলো আমরা দিয়ে দিতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিকে আর পরনির্ভরশীল হয়ে থাকতে হয় না। সে কাজ করে খেতে পারে।’
এদিকে জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবনে’ শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, বিনোদন এরকম বিভিন্ন কাজের সুযোগ থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের পাশে এবং সাভারে প্রতিবন্ধী খেলোয়াড়দের প্র্যাকটিসের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে। কারন প্রতিবন্ধীরাই খেলাধুলায় বেশি ভালো করছে। গত বছর তারা ৩৩টি স্বর্ণ এনেছে।’
প্রধানমন্ত্রী দেশের সব প্রতিবন্ধী ও তাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান।