ঝিনাইদহের শৈলকুপায় ২জন কে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পৃথক ঘটনায় বাগুটিয়া ও ভান্ডালি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাদের কে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায় বাগুটিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী নুর মোহাম্মদ সন্ধ্যার পর গ্রামের রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিতে ভাবে হামলা চালায়। তারা নুর মোহাম্মদ কে হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি আহত নুর মোহাম্মদ জানিয়েছেন মফিজ, মিল্টন, আলআমিন, আশরাফ, রয়েল, কালা রিপন সহ কয়েকজন তাকে হাতুড়িপেটা করেছে। হামলাকারীরাও স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে আহত নুর মোহাম্মদ। তবে কি কারণে হাতুড়িপেটা করছে তা জানেন না বলে উল্লেখ করছেন।
এদিকে প্রায় একই সময়ে শৈলকুপার ভান্ডালী পাড়া গ্রামের কিশোর সাগর সরকার নিজ গ্রাম থেকে হাতুড়ি পেটার শিকার হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, তাদের ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র, শারুটিয়া, বগুড়া, আবাইপুর, ত্রিবেনী, মনোহরপুর, উমেদপুর, কাচেঁর কোল ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের সাধারন লোকেরা যে ভাবে স্ব স্ব এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হচ্ছে তাতে এলাকার আইন শৃংখলার অবস্থা দিন দিন চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। এসব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা সাংবাদিকবৃন্দরাও যা নিয়ে মানুষের মনে নানা সমলোচনার ঝড় বয়ে চলেছে।