চট্টগ্রামে বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের নাম পাল্টে ফেলেছে। শুধু তাই নয়; সদস্যদের সইও জাল করা হয়েছে। এরপর বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত ২৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আর এসব অভিযোগ বর্তমানে তদন্ত করছে দুদক ও এনবিআর। ঘটনাটি ধামাচাপা দিতে নানা জায়গায় দৌড়ঝাঁপ করছেন ঘটনার সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। দুদকে পাঠানো অভিযোগ সূত্রে জানাগেছে এসব তথ্য। সূত্র জানায়, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের আওতাধীন কো অপারেটিভ সোসাইটি ও স্টিভিডোরিং সার্ভিস অব বাংলাদেশ। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটির শহর কার্যালয় হচ্ছে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার হোসেন চেম্বারে।
এই সংগঠনের সদস্যও রয়েছে ৫৭ জন ব্যবসায়ী। এতে কতিপয় দুর্নীতিবাজ ব্যবসায়ী নেতা জাল দলিল বানিয়ে এবং সদস্যদের সই জাল করে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরর্স অ্যাসোসিয়েশন নামকরণ করেছে। আবার বিভিন্ন ব্যাংকে থাকা সংগঠনের অন্তত ২৯ কোটি টাকাও আত্মসাৎ করেছে তারা। আগ্রাবাদ শাখার ঢাকা ব্যাংক থেকে ৪ কোটি, সাউথ ইস্ট ব্যাংক থেকে ৪ কোটি, ব্যাংক এশিয়া থেকে ৪ কোটি, এক্সিম ব্যাংক থেকে ৪ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ৪ কোটি, প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি, ওয়ান ব্যাংক থেকে ৪ কোটি এবং অন্যান্য ব্যাংক থেকে ১ কোটি টাকা তুলে নিয়েছে সংগঠনের নেতারা। ওদিকে আগ্রাবাদ এক্সেস রোডের বেপারিপাড়ায় সংগঠনের সদস্যদের অনুদানের টাকায় কেনা ৭ কাঠা জমি বিক্রির ১০ কোটি টাকা, বিভিন্ন ব্যাংকে সদস্যদের চাঁদা এবং অনুদানের টাকারও হদিস পাচ্ছে না দুদক কর্মকর্তারা। সাংবাদিকদের কাছে সাধারণ ব্যবসায়ীরা জানায়, এইচএস মেরিন এজেন্সির মোহাম্মদ ইব্রাহীম, বিএসটিসি লিমিটেড বশর স্কয়ারের আনোয়ার হোসেন মজুমদার, কেএম এজেন্সির মশিউল আলম স্বপন, সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের আবু ছৈয়দ, গ্রীন এন্টারপ্রাইজ লিমিটেডের একেএম হাসানুজ্জামান (রাসেল), নাছির অ্যান্ড ব্রাদার্সের নাছির উদ্দিন, পেস্টিস করপোরেশন লিমিটেডের রফিকুল ইসলাম মোমিন, সি এন্টারপ্রাইজ লিমিটেডের জানে আলম, আকমল খান অ্যান্ড কোম্পানির আসাদ খান,
ওশান এইড অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এএইচএম মনজুরুল আলম, ফ্রিট ইন্টারন্যাশনাল লিমিটেডের মুস্তাফিজুর রহমান, স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আবদুল মাবুদ রাশেদ, কেএস আবদুল হাকিম অ্যান্ড সন্সের আবদুছ সোবহান, গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ কোম্পানির মেজবা উদ্দিন লাভলু, অ্যাসোসিয়েট ট্র্রেডার্স অ্যান্ড মেরিনার্স লিমিটেডের এসএম এনামুল হক ওই দুর্নীতির সাথে সরাসরি জড়িত। বর্তমানে এরা ঘটনাটি ভিন্নখাতে এবং নিজকে রক্ষা করার জন্য প্রশাসনের নানা জায়গায় দৌড়ঝাঁপ করছেন।
তাছাড়া গত আগস্ট মাসে বাংলাদেশ মাস্টার স্টিভিডোর অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনে রূপান্তর করে সংগঠনের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক খুরশিদুল আলম চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু এতে কাজের কাজ কিছুই হয়নি। অপরদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনকে বৈধতা দেয়নি। অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের জন্য সরকারের আলাদা বিভাগ বা দফতরও রয়েছে। মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশন থেকে বার্থ অপারেটর এবং শিপ হ্যান্ডলিং অপারেটর হয়েছে। এটা সদস্যরাও জানেন না। সদস্যরা ঘটনাটি টের পেয়ে প্রতিবাদ করলেও ওই ঘটনার নায়করা এদেরকে কোন পাত্তাই দিচ্ছেনা।