সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আবদুল মতিনের (৫০) লাশ আম গাছের ডালে সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আম গাছের ডালে সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি টেংরাটিলা গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হক সাহেবের দ্বিতীয় ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল মতিন মেম্বার বৃহস্পতিবার ভোরে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার কর্মকর্তা ইনচার্জ মো. আবুল হাশেম জানান, আবদুল মতিন মেম্বারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্ত ছাড়া আপাতত কোনো কিছুই বলা যাচ্ছে না।