আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে খাস জমি থেকে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
আগরদাড়ী মাধ্যমিক বিদ্যালয় টু শ্মশ্বান ঘাট পর্যন্ত সড়কের বালিরচর নামক স্থানে রাস্তার পাশের সরকারি সম্পত্তির গাছ কর্তন করেছেন, আগরদাড়ী গ্রামের মোকছেদ সরদারের ছেলে একরাম সরদার, আছির উদ্দীন ঢালীর ছেলে জহিরুদ্দীন ঢালী ও মোহাম্মাদ সরদারের ছেলে মোকছেদ সরদার। জানাগেছে, খাস খতিয়ানের এসএ ৩৩২ দাগের একটি বড় শিরিষ গাছ কেটে নিয়েছেন তারা। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন।