আশাশুনিতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক কোর্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউশান (এনআইএলজি) ঢাকার অর্থায়নে, উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ৩ দিনের কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলার সকল গ্রাম পুলিশের অংশগ্রহণে কোর্সে প্রশিক্ষকের দায়িত্বে আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে উপজেলা রিসোর্স টীম (ঞঙঞ প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন ট্রেইনার)। এ ছাড়া মনিটরিং এর দায়িত্বে ও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন, এসআইএলজি এর ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। প্রশিক্ষণ শেষ হলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্ব স্ব এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনে সক্ষমতা অর্জনে এক ধাপ এগিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।