আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার প্রমুখ। ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সপ্তাহ সফল করতে সভায় বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় উপজেলার সকল পরিবার পরিকল্পনা কর্মচারী অংশ নেন।