উপজেলা সদরের টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাঘেরপাড়া নামক ফাকা নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে গাড়ির গতিরোধ ও ভাঙচুর করে ডাকাতি চালায়। এ সময় যাত্রীদের সাথে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুন্ঠন করে নিয়ে যায় ডাকাত দল। পরের দিন ২ ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী নরসিংদী এলাকার ডাক্তার আসাদুজ্জামান বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা ও শহর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃত ডাকাতদের হেফাজতে থাকা লুট হওয়া ১২টি মোবাইল, নগদ ৫হাজার ৬শত ৫৫ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সেনদা, একটি চাপাতি, পাঁচটি বাশেঁর লাঠি ও একটি নাইলনের রশি উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর কোর্টে প্রেরণ করে কালীগঞ্জ থানা পুলিশ।
এ সংক্রান্ত বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, ৩০ নভেম্বর রাত ১টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘেরপাড়া নামক স্থানের ফাঁকা জায়গায় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতি করতে থাকে। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আশাদুজ্জামান নরসিংদীতে প্র্যাকটিস শেষে ঢাকা যাওয়ার পথে ওই স্থানে পৌছলে ডাকাতরা চিকিৎসক আশাদুজ্জামানের গাড়ি থামিয়ে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা, দুটি মোবাইল সেট, এটিএম কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেয়। পরের দিন বিকেলে ওই চিকিৎসক বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। যার নং ৩(১২)১৯। এরই সূত্র ধরে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঢাকার ফকিরাপুলের আজমেরী হোটেলে ডাকাতদের অবস্থান জানা যায়। পরে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্তের নির্দেশে ওসি একেএম মিজানুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার ফকিরাপুলের আজমেরী হোটেলে অভিযান চালিয়ে ডাকাতদলের ৪ সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকা, জিএমপি গাজীপুর ও ব্রাক্ষণবাড়ীয়া জেলায় অভিযান চালিয়ে সরাসরি ডাকাতির সাথে জড়িত আরোও ৪ ডাকাত সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার পান্ডরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. সবুজ মিয়া (৪৫), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হারুনের ছেলে শামীম (২০), ধুবাউড়া থানার গোস্তাবহলী গ্রামের ফজর আলীর ছেলে সুমন মিয়া (২৮) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর থানার আবু জাহেরের ছেলে এমদাদুল হক (২৭), নাসিরনগর থানার আকবর হোসেনের ছেলে শিপন (২৪) ও সদর থানার আসাদ মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মাসুদুর রহমানের ছেলে তানভীর (২১), সুনামগঞ্জ জেলার ধুবাউরা থানার জনাব আলীর ছেলে বশির আহমেদ (৩৫)।