গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার ৮০পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে তাদের গাজীপুর কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পলাশ উপজেলার ঘোড়াশাল চরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম হীরু ও তার স্ত্রী সাহিদা বেগম কালীগঞ্জের বিরতুল গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার হুমায়ুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠে এবং এলাকায় ইয়াবা ব্যবসা শুরু করে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিহাদুল হক জানান, ৫শত পিচ ইয়াবা উদ্ধারে মামলা দায়ের করা হয়েছে। স্থাণীয়রা জানান প্রকৃত পক্ষে ঘটনাস্থল হতে এক হাজার আশি পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।