টঙ্গীর কাদেরিয়া গেইট এলাকায় প্রকাশ্য দিবালোকে ৮লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় ইউসুফ মিয়া (৩৮) ও রবিন আহমেদ (৩৫) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে আলেয়া বেগম ও তার ভাই সেলিম মিয়া টঙ্গীর মিলগেইট সোনালী ব্যাংক থেকে ডিপিএসের ৮লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে চেরাগআলী যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাটি কাদেরিয়া গেইট এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী ইউসুফ মিয়া ও রবিন আহমেদ গতিরোধ করে এবং তাদের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের স্থানীয় জনতা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে টাকার ব্যাগসহ আটক করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদেরকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।