কুমিল্লার নাঙ্গলকোটে কলেজছাত্রী অপহরণের ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের ধাতিশ্বর থেকে ওই ছাত্রীকে অপহরণ করে। বুধবার রাত ১টায় একই উপজেলার কাশিপুর থেকে বটতলী যাওয়ার পথে তাকে উদ্ধার করা হয়।
প্রকাশ, ধাতিশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এ- কলেজের ২য় বর্ষের ছাত্রী কলেজ থেকে বাড়ী যাওয়ার সময় কলেজ গেইট থেকে তাকে অপহরণ করে। পরে দুর্বৃত্তরা ছাত্রীর পিতার মোবাইল ফোনে কল দিয়ে (০১৮৩৩-৫৭১০৭৮) মুক্তিপণ হিসেবে ১লক্ষ টাকা দাবি করে। বিষয়টি নাঙ্গলকোট থানা পুলিশ অবহিত হয়ে মোবাইল ট্রেকিং করে ওই ছাত্রীকে উদ্ধার করতে অভিযানে গেলে অপহরণকারীরা ছাত্রীকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। ছাত্রীর বক্তব্যে অপহরণকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুঃসাহসিক অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করায় নাঙ্গলকোট থানা পুলিশকে ধাতিশ্বর কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ কৃতজ্ঞতা প্রকাশ করেন।