দাকোপে বেসরকারী সংস্থা খুলনা মুক্তি সেবা সংঘের আয়োজনে উপকূলবর্তী জনগোষ্ঠীর জনস্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগীতায় বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সুদেব রায়, মিহির মন্ডল, সরোজিত রায়, মাসুম আলী ফকির, ডাঃ সামসুদ্দিন আহম্মেদ, খুলনা মুক্তি সেবা সংঘের নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু, প্রজেক্ট টিম লিডার ফজলুল করিম চৌধুরী, নরেশ চন্দ্র দাস, হেলথ কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান, প্রোগ্রাম অফিসার নাসিমুল হক প্রমুখ। অনুষ্ঠানে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তারা সরকারী বেসরকারী সমন্বিত প্রচেষ্টায় উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা তুলে ধরেন।