দাকোপে জলবায়ু সহিষ্ণু পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চার উন্নীতকরণ প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে ওয়াশ অধিকার বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে এবং ওয়াটার এইড’র সহযোগীতায় গতকাল বুধবার সকাল ১০ টায় চালনা পৌরসভা ভবনের রূপান্তরের প্রকল্প কার্যালয়ে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের ম্যানেজার ফারহানা ইসলাম, প্রোগ্রাম অফিসার ফাহিম ইশতিয়াক, রেভিন চাকমা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা, সহ-সভাপতি স্বপন রায়, যুবায়ের রহমান লিংকন, সাংবাদিক শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, গোবিন্দ বিশ্বাস, বিধান ঘোষ, গাজী আবুল বাসার, জি এম আজম, শেখ মোজাফফার হোসেন, জি এম জাকির হোসেন, দীপক সরদার, মনিরুল ইসলাম মনি, এস এম, মামুনুর রশিদ, জাহিদুর রহমান সোহাগ, মজনু ফকির, পারুল বেগম, রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার আশিক রুবায়াত, মোঃ মমতাজ উদ্দিন, ইউনিয়ন কর্মী বিপাশা রায় প্রমুখ।