মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হযেছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান ও ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী।
এ ছাড়া উপস্থি ছিলেন-আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ হৃদয় কুমার, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, হায়দার মামুন ও শেখ রেজাউল কবীর. প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যাবসায়ী বৃন্দ প্রমূখ।