মোল্লাহাট উপজেলা পরিষদের অর্থায়নে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত সাত শত কৃষক/কৃষাণীর মধ্যে বীনামূল্যে বোরো ধানবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবির। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসানের সার্বিক সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস ও নুসরত জাহান, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষাক/কৃষাণী প্রমূখ।