গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক চলতি অর্থ বছরের রবি মৌসুমে কৃষককে ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করনের জন্য উপজেলার পৌরসভাসহ ১৭ টি ইউনিয়নের ৪ হাজার ৫ শ ৬০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে ৬০ লক্ষ ৮৮ হাজার ২ শ টাকা মূল্যের বীজ ও সার বিতরন করেছে।
গত ২৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ প্রকৌশলী মোনোয়ার হোসেন চৌধুরী চলতি অর্থ বছরের রবি মৌসুমে প্রনোদনার বীজ ও সার বিতরনের উদ্বোধনের পর থেকে ইউনিয়ন ভিত্তিক নিয়মিত বিতরনের কাজ চলছে। ইউনিয়ন গুলির মধ্যে কামদিয়া-২ শ ৯০ জন, কাটাবাড়ী-২ শ ৭০ জন, রাজাহার-২ শ ২০ জন, শাখাহার-২ শ ৩০ জন, সাপমারা-২ শ ৫০ জন, দরবস্ত-৩ শ জন, তালুককানুপুর-২ শ ৮০ জন, নাকাই-২ শ ৭০ জন, হরিরামপুর-২ শ ৬০ জন, রাখালবুরুজ-২ শ ৩০ জন, ফুলবাড়ী-২ শ ৩০ জন, গুমানীগঞ্জ-২ শ ৫০ জন, কামারদহ-২ শ ৬০ জন, কোচাশহর-২ শ ২০ জন, শিবপুর-২ শ ৪০ জন, মহিমাগঞ্জ-৩ শ জন, শালমারা-২ শ ৩০ জন ও পৌরসভায়-২ শ ৩০ জন মোট ৪ হাজার ৫ শ ৬০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে ৬০ লক্ষ ৮৮ হাজার ২ শ টাকা মূল্যের বীজ ও সার বিতরন করেছে।
কৃষকদের মধ্যে ১ হাজার ৩ শ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি টি এস পি, ১০ কেজি পটাশ, ১ হাজার ২ শ জনকে ২০ কেজি গম বীজ, ২০ কেজি টি এস পি, ১০ কেজি পটাশ, ১ হাজার ৮ শ জনকে ২ কেজি ভূট্রো বীজ, ২০ কেজি টি এস পি, ১০ কেজি পটাশ, ৪০ জনকে ১০ কেজি চিনা বাদাম বীজ, ১০ কেজি টি এস পি, ৫ কেজি পটাশ, ১ শ ২০ জনকে ৫ কেজি শীত কালীন মুগ ডাল বীজ, ১০ কেজি টি এস পি, ১০ কেজি পটাশ ও ১ শ জনকে ৫ কেজি গ্রীস্ম কালীন মুগ ডাল বীজ, ১০ কেজি টি এস পি, ১০ কেজি পটাশ বিতরন করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান জানান, প্রনোদনার মাধ্যমে উপজেলার ৪ হাজার ৫ শ ৬০ বিঘা জমিতে উল্লিখিত ফসল গুলো উৎপাদন করা জন্য সরকার এ পদক্ষেপ গ্রহন করেছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উল্লিখিত ফসল গুলো উৎপাদনের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ কৃষি অফিস প্রদান করবে।