“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।সভায় জানানো হয় আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশ ব্যাপি পরিবার পরিকল্পনার সুফল ও সম্যক ধারণা বিষয়ে প্রচার ও সেবা কার্যক্রম চলবে। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবদুল গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম মিয়া, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।