ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চে’র নেতাকর্মীরা।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এর আগে ভিপি নুরের কুশপুত্তলিকা দাহ কওে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন অভিযোগ করে বলেন, ডাকসু ভিপির একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে তিনি অনৈতিক অর্থ লেনদেনের বিষয়ে কথা বলেছেন। ভিপি হয়ে এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকার পর তিনি আর ডাকসুতে থাকতে পারেন না। এ কারনে প্রতিবাদ হিসেবে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’
এ ব্যাপারে ভিপি নুর বলেন, ‘একটি ভূঁইফোড় সংগঠনের নেতারা ডাকসু’তে এসে ভিপির কক্ষে তালা ঝোলানোর সাহস পায় কোথায়।’ মুক্তিযুদ্ধ মঞ্চের এই নেতারা ছাত্রলীগেরই একটি অংশ বলে দাবি করেন তিনি। এ সময় ভিপির কক্ষে তালা ঝোলানোকে নিয়মবহির্ভূত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি নিয়মবহির্ভূত। ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বিদেশে রয়েছেন। তিনি দেশে ফিরে আসলে তদন্ত করে ব্যবস্থা নিতে বলবো।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলে ফাঁস করা হয় ভিপি নুরের ফোনালাপের একটি অডিও ক্লিপ। এরপর আরও কয়েকটি ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন অনলাইনে বিষয়টি প্রচারিত হয়। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরের সেই অডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে।