ছাত্র রাজনীতি বন্ধ করা সমাধান নয় বরং জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতিকে দুরে সরিয়ে আনতে হবে।ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না। যেই সঙ্গে দলের সাংগঠনিক নিয়ন্ত্রন থেকে মুক্তরাখতে পারলে দেশের ছাত্র রাজনীতি অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন। গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও বাসদ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক ও সাধারন সম্পাদক বি .কম শিখা দত্ত।
গত বৃহপতিবার ৫ ডিসেম্বর /২০১৯ইং সংশ্লিষ্ট পত্রিকায় প্রকাশর্থে আরো বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ত্বকে রক্ষা করার জন্য দেশের ছাত্র রাজনীতি থাকতে হবে। অন্যান্যের মধ্যে যৌথভাবে মন্তব্য করেছেন, রিপোর্টার্স ফোরাম সিঃ সহ-সভাপতি শাহ আালম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সহ-সাধারন সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বীর মুুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম মন্ডল, তাজুল ইসলাম প্রধান, তারাজুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।