ভারতের প্রখ্যাত লোক ও গণসঙ্গীত শিল্পী সুভেন্দু মাইতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী, উপজেলা সাংস্কৃতিক পরিষদ, একুশ স্মৃতি পাঠাগার এর আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলা সাংস্কৃতিক পরিষদ কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর পঞ্চগড় জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, বোদা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রবীর চন্দ নয়ন, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, বোদা রিপোটার্স ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। সংবর্ধনা প্রদানের আগে তিনি বঙ্গবন্ধু ম্যুরালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের ফুল দিয়ে শ্র্দ্ধা জানান। সংবর্ধনা সভায় তিনি তার লেখা কিছু গান গেয়ে দর্শকদের মুখরিত করে তোলেন।