কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে অপহৃত মাদ্রাসার হাফেজ পড়-য়া ছাত্র আলআমিন (১২) কে জবাই করে নৃশংশ ভাবে হত্যা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের আড়পাড়া গ্রামে সাবেক এমপি আবদুল মান্নানে নির্মানাধীন বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাকে হত্যা শেষে ওই স্থানে ফেলে রেখে গেছে। গত শনিবার রাতে ওয়াজ শুনতে গেলে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র নিহত আলঅমিন কালীগঞ্জ নতুন বাজারের সামনে সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেনীর ছাত্র।
এলাকাবাসীরা জানায়, বুধবার শহরের আড়পাড়া গ্রামে সাবেক সাংসদ আবদুল মান্নানের নতুন নির্মানাধীন এক বিল্ডিংয়ের কাজ করছিল রাজমিস্ত্রিরা। বেলা ১২ টার দিকে তারা দেখতে পায় বিল্ডিংয়ের পেছনে প্রায় ১৫ গজ দুরে এক শিশুর লাশ পড়ে আছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীরা এসে দেখে জবাইকৃত শিশুটি অপহৃত আলঅমিনের মৃতদেহ। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলা আমিনের চাচা ফারুক হোসেন জানান, তার ভাইপো আলামিন বাড়ির পাশে ৩০ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান জানান, কে বা কারা ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা শেষে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করেছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তার কোন ক্লু দিতে পারেনী। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরন করেছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হবার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তাকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝিনাইদহ পুলিশের এএসপি কনক কুমার দাস ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
নিহত আল আমিনের স্বজনরা জানায়, গত শনিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশে আলহাজ¦ আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে আলআমিন নিখোজ হয়। সে বাড়ীতে ফিরে না আসায় ওই রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করা হয়েছিল। ৪ দিন পর গ্রামেরই একটি বাড়ির পেছন থেকে তার লাশ পাওয়া যায়। শিশুটির লাশ উদ্ধারের পর তার পরিবারে কান্নাকাটির রোল পড়ে যায়।