সিরাজদিখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবাষির্কী পালন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ডাকবাংলা চত্ত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ লস্করের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক হাজী ফেরদৌস আলম খান। এ সময় উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।