সিরাজদিখানে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চার সন্তানের এক জননী শাহনাজ বেগম (৫২) আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে ঘরের আড়াঁর সাথে ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। শাহনাজ বেগম উপজেলার পশ্চিম ইছাপুরা (চালতাতলা) গ্রামের ফজল হাওলাদারের মেয়ে ও একই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
জানা যায়, শাহনাজ বেগম দীর্ঘদিন যাবৎ আর্থিক সংকটে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরছিল। বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়ে পরিশোধ করতে পাচ্ছিলেন না। স্বামী প্রবাসী, তারপর এত টাকা কেন ঋণ করেছে তা জানা যায়নি। তার মেয়ে সোহা আক্তার (১৩) গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখে বসত ঘরের বারান্দার আড়াঁর সাথে ওড়না দিয়ে তার মা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার চিৎকারে স্থানীয় এক চৌকিদার ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।
সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অর্থ সঙ্কটের কারনে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্যের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।