জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দিশেহারা হয়ে উঠেছে। এই দলটি সরকারের ওপর মরণ কামড় দেয়ার চেষ্টায় আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরকার পতনের হুমকি দিচ্ছেন। আসলে তারা নিজেরাই ঠিক নেই। এজন্য আবোল-তাবোল বলছেন। বিগত সময়ে বিএনপি কখনো মাঠেই দাঁড়াতে পারেনি। তারা ক্ষমতায় থাকাকালে কোন উন্নয়ন করেনি। বরং সন্ত্রাস এবং জঙ্গীবাদকে উস্কে দিয়েছে। কিন্তু বর্তমান সরকার জনগণের সরকার। যার ফলে দেশের উন্নয়ন করছে। সকল ধরণের অপরাধ দমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।
বুধবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগ এবং জননেত্রী সৈনিকলীগ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্রেসক্লাবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ৪১ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ওই সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলী আজগর, নুরুল আলম, মো. সবুজ, মো. হান্নান ও মো. কাদের প্রমুখ।
বিএনপি গুজব সৃষ্টিকারী দল আখ্যায়িত দিয়ে সেলিম বলেন, ব্রীজে জোড়া দেওয়ার জন্য মানুষের মাথা নেওয়া হচ্ছে; চাল-লবনের দাম বেড়ে গেছে, মুলত: এসবের গুজব ছড়াচ্ছে বিএনপি। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবকারীদের ইন্ধন দিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচার করতে হবে। এখন বিএনপি সমর্থিত অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। এভাবে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন তাদেরকেও চিহিৃত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
দলীয় নেতাকর্মীদের দুর্নীতি প্রসঙ্গে সেলিম বলেন, গুটিকয়েক নেতা দলের ক্ষতি করার চেষ্টা করছেন। আগামীতে দলের মধ্যে অনুপ্রবেশকারী কেউ যাতে কমিটিতে স্থান না পায়; সেই জন্য কেন্দ্রীয় নেতারা সজাগ থাকতে হবে। দলের নাম ব্যবহার করে যারা মানুষকে হয়রানি করছেন। কিংবা অপকর্ম করছেন তারা দলের জন্য একটি অভিশাপ। আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে যারা দোকানদারি করছেন তাদেরকে আমার নেত্রী শেখ হাসিনা কোন ছাড় দিবেন না বলে আমার বিশ্বাস আছে। ভূমিদস্যু, সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং ক্যাসিনোতে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া উচিত নয়। এদের বিষয়ে আশাকরি কেন্দ্রীয় নেতারা অবগত আছেন। সামনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে কোন জায়গার কমিটিতে অন্যায়কারী কাউকে স্থান দেওয়া উচিত নয়। বিএনপি গুজবের দল। এটি দুর্র্নীতির আখড়া। তারা জনগণের আস্থা হারিয়েছে। দলটির নেতাকর্মীরা অতীতে আগুন সন্ত্রাস চালিয়েছেন। মানুষের ঘুম হারাম করেছেন। এখন খুন এবং জ¦ালাও-পোড়াও চালিয়ে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আওয়ামী লীগ আছে এবং সামনেও ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, আওয়ামীলী ও অঙ্গসংগঠনের এই পর্যন্ত ঘোষিত সকল কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানাই। তবে দলের মধ্যে ত্যাগী এবং অভিজ্ঞরা এবার স্থান পাচ্ছেন। এতে আমরা সরকারকে সাধুবাদ জানাই। এমন একটি সুন্দর কমিটি উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমরা কৃতজ্ঞ।
সন্ত্রাস প্রসঙ্গে সেলিম বলেন, মাটিরাঙ্গার জামেনী পাড়ায় আমি নিজেই সন্ত্রাসীদের অত্যাচারে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশ হলেও কেন্দ্রীয় ও স্থানীয় কোন নেতৃবৃন্দ আমাকে শান্তনা দিতেও আসেনি। দলীয় সহযোগিতা পেলে আমার অধীনস্থ সংঘঠনগুলোকে আরো চাঙ্গা করতে পারবো। তবে মনোবল নিয়ে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও নেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাব। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আমার অনেক ক্ষতি করেছে। কিন্তু আমি কারও ক্ষতি করিনি। বরং সমাজের অবহেলিত মানুষের পাশে আছি এবং থাকবো।