পদত্যাগ করা এক সেকেন্ডের ব্যাপার, এতে যদি পেঁয়াজের দাম কমে- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এই বক্তব্যকে কথার কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। তাছাড়া মন্ত্রীত্ব তো কাজ করার জন্য।’
বাণিজ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, এটা তো কথার কথা।, তাছাড়া পেঁয়াজের দাম বাড়তি থাকায়, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। তাই মন্ত্রী হিসেবে তিনি হয়তো কথা প্রসঙ্গে বলেছেন, যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দাম কমে যাবে, তাহলে পদত্যাগ করাতো এক সেকেন্ডের ব্যাপার। ‘বাণিজ্যমন্ত্রী অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন।’
দ্রব্যমূল্যসহ পেঁয়াজের এই পরিস্থিতি কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘চাল ও লবণকে নিয়ে যে ইস্যুটা সৃষ্টি করা হয়েছিল, সেটা তো এখন নেই। পেঁয়াজটা এখনও রয়ে গেছে। তবে পেঁযাজের মৌসুম এসে যাচ্ছে, আমদানিও যথেষ্ট।’ ‘আমার মনে হয় পেঁয়াজ নিয়ে এই সমস্যা বেশিদিন থাকবে না, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’ এখন মার্কেট কন্ট্রোল করা দরকার। কিছু অসাধু ব্যবসায়ীর আছে, তারা কারসাজি করে। সেগুলো নিয়ন্ত্রণসহ কারসাজিটা যাতে বন্ধ করা যায় সে ব্যাপারে সরকারও কঠোর অবস্থানে আছে। আসলে উই হ্যাভ টু ব্লো হট অ্যান্ড কোল্ড। একেবারে হট হয়েতো আর চলা যাবে না, আলাপ-আলোচনাও করতে হবে। তবে যেটা অপরাধ তার বিরুদ্ধে কঠোর হতে হবে। অস্বাভাবিক পরিস্থিতি, কৃত্রিম সংকট সৃষ্টি করলে সেটার মোকাবিলা তো কঠোর হবেই।’
টিসিবির রিপোর্ট অনুযায়ী ১৮টি পণ্যের দাম কয়েক গুণ বেড়ে আছে। সব ধরনের সবজি ও পণ্যের দাম ঊর্ধ্বমুখী- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মাঝে মাঝে এমন অবস্থা হয়। মাঝে মধ্যে কিছু গুজব ছড়িয়ে সংকট সৃষ্টি করা হয়। আমাদের দেশে এটি চলে। তাছাড়া এখন কথায় কথায় পরিবহন ধর্মঘট দেয়া হয়। ফলে সরবরাহ লাইনটি দুর্বল হয়ে যায়। শীত এসে গেছে। আমার মনে হয় আস্তে আস্তে শাক-সবজির বাজারেও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’
সরকার কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, দেখুন বাংলাদেশে কী মানুষের ক্রয় ক্ষমতা খুব দুর্বল? কেউ কী খুব অভাবে আছে, না খেয়ে মারা যাচ্ছে। একটি দ্রব্য বাজারে ঘাটতি থাকায় কী দুর্ভিক্ষের কোন পদধ্বনি আছে?’ তাই বলে পেঁয়াজের কেজি আড়াইশ টাকা হবে- এ বিষয়ে তিনি বলেন, ‘কেনার ক্ষমতাও তো আছে।’ এই সময় সাংবাদিকরা বলে উঠেন, না এটা কেনার ক্ষমতা সবার নেই, আমাদের নেই। তাছাড়া ২৫ টাকার পেঁয়াজ আড়াইশ টাকা হবে। এর উত্তরে তিনি আরো বলেন, এটাও হতে পারে না, এটাও অস্বাভাবিক। বললাম একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থা স্বাভাবিক হতে হয়তো কিছু সময় লাগবে। এটা ঠিক হয়ে যাবে। সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’
এ সময় মন্ত্রিসভায় কোন পরিবর্তন আসছে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, ‘একজন মন্ত্রীর পারফরম্যান্স মূল্যায়ন করা মন্ত্রিসভার দায়িত্ব নয়। এটা নিরঙ্কুশভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। মন্ত্রীর পারফরম্যান্স খারাপ হলে তিনি তাকে রাখবেন কি রাখবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর। আমার পক্ষে এই বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।’