মঙ্গলবার ৩( ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা পনে ৬টায় জামালপুর ব্যাটালিয়ন(৩৫বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মো: নজরুল ইসলাম,পিবিজিএম,পিবিজিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় ১ ইয়াবা ব্যবসায়ী গাড়িসহ ধৃত হয়েছে। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,কুড়িগ্রাম জেলার অধীনস্থ রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: আদুল কাদের এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/৮-এস হতে আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে রাজিবপুর সদর ইউনিয়নের চালচিড়া পাড়া গ্রামের রাস্তার উপর তল্ল্যাসী অভিযান পরিচালনা করে ৯৯ পিচ ভারতীয় ইয়াবা টেবলেট ও বহনকারী ১টি অটোরিক্সাসহ শাকিল হোসেন (২৩) নামের এক আসামীকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর চালচিড়া পাড়া গ্রামে। তার বাবার নাম আবদুস সালাম। আটককৃত আসামীকে বুধবার চর রাজিবপুর থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ২১০০ ঘটিকায় ওই ইয়াবা পাচারের সাথে জড়িত মোঃ এনামুল (২২), পিতা- মোঃ বাবুল, গ্রাম-পূর্ব জালচিড়া পাড়া, পোস্ট-রাজিবপুর, উপজেলা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রামকে তার নিজ বাড়ী হতে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। আটককৃত মালামাল এর সর্বমোট সিজার মূল্য-১,৫৯,৭০০/- টাকা।