শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় চাপায় হেলপার মামুন মিয়া (১৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সমেশ্চুড়া এলাকার গারোকোনা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পশ্চিম সমেশ্চুড়া গ্রামের ইউসুব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন লড়ি চালক আমিনুল ইসলাম (২৮) ও অপর হেলপার ইউনুছ আলী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ট্রাক চালিয়ে চালক আমিনুল ইসলাম সমাজিক বনায়নের নিলামে বিক্রি করা আকাশমনি কাঠ পাহাড়ের ভেতর থেকে সীমান্তসড়কের সমেশ্চুড়া বাজারে এনে জমা করছিল। এসময় গারোকোনা এলাকার বাতেনের লেবুর বাগানের কাছে অসাবধানতাবসত কাঠভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মামুন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার রিপন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।