টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেন- দ্বীন ইসলাম (৫০) ও কামাল হোসেন (৩৮)।
র্যাব জানায়, টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাই মদ বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একদল র্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দ্বীন ইসলাম ও কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১শ’ ৬ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিল।