নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অপহরণেরপর এইচ,এস,সি পরীক্ষার্থী ছাত্রী (১৭) কে উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উলাগ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধারকওে পুলিশ।
ওই ছাত্রী জানান,দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রী কলেজে এইচ,এস,সির টেস্ট পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে বাড়িতে ফিরছিলাম। মঙ্গলবার দুপুর ১টা ৮-১০মিনিটের দিকে দিঘলিয়ার কাদুহাজ্বীর মোড়ে পৌঁছালে ৪টি মোটর সাইকেল ও ১টি ইজিবাইকে এসে ১০/১২ জনে আমাদেও গতিরোধ করে। এ সময় আমার ভাইকে মারপিটকওে তারা আমাকে জোরকরে তুলে নিয়ে যায়।
লোহাগড়া থানার এস আই মিল্টন কুমার দেবদাস জানান, গোপন খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে লক্ষীপাশা ইউনিয়নের উলাগ্রামে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করি। আমরা ওই বাড়িতে পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। অভিযান অব্যাহত রয়েছে।