দেশের অর্থনীতির অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদেশে অর্থপাচার। অর্থপাচার বন্ধ হলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বাড়বে। দুর্নীতি, অনিয়মসহ নানা উপায়ে পাচারকারীরা যে জ্ঞাত আয় বহির্ভূত অর্থ আয় করেছে, মূলত সেসব অর্থই হুন্ডিসহ বিভিন্ন অবৈধপন্থায় বাংলাদেশ থেকে পাচার করছে। সাম্প্রতিক সময়ে যার উল্লেখযোগ্য অংশ বড়মাপের কিছু জুয়াড়ির মাধ্যমে বিদেশের বিভিন্ন ক্যাসিনো ক্লাবগুলোর জুয়ার জলসায় খরচ হয়েছে। নামে-বেনামে ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি-বাড়ি-ফ্ল্যাট কেনাবাবদ পাচারকারীদের বিদেশে বিনিয়োগ করার খবর নতুন কিছু নয়। কিন্তু এবারের উদ্বেগজনক, বিস্ময়কর ও নতুন খবর হচ্ছে, ওই পাচারের অর্থের একাংশ এখন দেশ-বিদেশের জুয়াড়িদের জুয়ার জালেও ফেঁসে গেছে। অন্যুৎপাদনশীল খাতে জুয়াড়িদের মাধ্যমে এই বিপুল টাকা নানাভাবে হাত বদল এবং এক্ষেত্রে সুনির্দিষ্ট ডকুমেন্ট না থাকায় তা আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনা অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি জাতিসংঘের বিনিয়োগ বাণিজ্য সংস্থা আঙ্কটাডের রিপোর্টে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারের এক উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম সমস্যা টাকা পাচার’। বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে উন্নতি করলেও সুশাসন ও সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। যার কারণে অর্থপাচার বড় সমস্যা হয়ে আছে। এটা বন্ধ না হলে রাজস্ব আয় কাম্য মাত্রায় যেমন বাড়বে না, তেমনি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বড় রকমের অর্থসংকটে পড়তে হবে।
২০১৫-১৬ অর্থবছরে দেশের মোট রাজস্ব আয় ছিল ১ লাখ ৮২ হাজার ২৪৪ কোটি টাকা। আঙ্কটাডের হিসাব অনুযায়ী এর ৩৬ শতাংশ পাচার হয়ে থাকলে এই সময়ে পাচার হয়েছে ৬৫৪ হাজার কোটি টাকা, যা দিয়ে দুটি পদ্মা সেতু নির্মাণ করা যায়। আগে দেশ থেকে হু-ি ও চোরাচালানের মাধ্যমে টাকা পাচার হতো, এখন হচ্ছে ব্যাংকিং চ্যানেলেও। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার হওয়ার ঘটনা ধরা পড়েছে। আমরা মনে করি, আমদানি-রফতানির আড়ালে টাকা পাচার বন্ধ করতে ব্যাংক ও কাস্টম হাউসই যথেষ্ট। তারা সৎ, সতর্ক ও দায়ীত্বশীল হলেই এ ক্ষেত্রে শতভাগ সুফল পাওয়া সম্ভব। বিদেশে অর্থপাচার দেশের অর্থনীতির অন্যতম সমস্যার কারণ তা মেনে নেয়া যায় না। আমরা আশা করি, যে কোনো মূল্যে এটা বন্ধ করতেই হবে। টাকা পাচারের সব ছিদ্র ও ফাঁক বন্ধ করার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে।
বাংলাদেশ এরই মধ্যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২৪ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কথা রয়েছে। স্বল্পোন্নত দেশে উত্তরণ ঘটলে সাশ্রয়ী হারে আগে যেভাবে অর্থ পাওয়া যেত সেটি বন্ধসহ বাজার-সুবিধা (জিএসপি) ও প্রযুক্তি-সুবিধা বন্ধ হবে। তখন পরিস্থিতি মোকাবেলায় বিকল্প কী করণীয় তা এখনই গুরুত্বসহকারে ভাবতে হবে বলে আমরা মনে করি।