কচুয়ায় বাস চাঁপায় বাইজিৎ (৫) নামের ১শিশুর মৃত্যু।পুলিশ জানায় যে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কিসমত পিংগড়িয়া গ্রামের বাদশা সেখের ছেলে বাইজিৎ নানা বাড়ি দৈবজ্ঞহাটি থেকে ইজিবাইকে করে বাড়ি আসার পথে বাগেরহাট --মোড়েলগঞ্জ মহাসড়কে কিসমত পিংগড়িয়া গ্রামের (গাবতলা )নমেক স্থানে সাইদের মুদিদোকানের সামনে বাগেরহাট থেকে ছেড়ে আসা ১টি বাস যার নম্বর খুলনা-ব-০০১৫ তাকে চাঁপা দেয়। শিশু বাইজিৎ ঘটনাস্থলেই মারা যায়।কচুয়া থানা পুলিশ শিশুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে এবং গাড়ীটিকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।