রংপুর মিঠাপুকুরে নিটল মটরস্ লি: এর ওয়ার্কশপে গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন এর উদ্ভোধন করা হয়। দিনব্যপী অনুষ্ঠানে মহিলা গ্রাহক সাক্ষাৎকার, হাই মাইলেজ পুরষ্কার, টাটা প্রোটেক্ট উদ্ভোধন এবং পার্টস মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার ও ডিসকাউন্ট কুপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মটরস্ লি: এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল সার্ভিস হেড মি: রামাকিশান, কাষ্টমার কেয়ার হেড ইন্টারন্যাশনাল বিজনেস মি: গনেশ শেঠী, রিজিওনাল ম্যানেজার আনসুমান সামান্তা, কান্ট্রি ম্যানেজার কাষ্টমার কেয়ার কৌশিক সাহা। নিটল মটরস্ লি: এর সি ই ও খান নজরুল ইসলাম ওয়ার্কশপে সার্ভিস ম্যানেজার নাজমূল হক ও আরো উর্দ্বোতন কর্মকর্তা। মেলার ৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে।