আসন্ন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬জন। মঙ্গলবার (৩ডিসেম্বর) দিন ব্যাপি উপজেলা নির্বাচন কমিশনার এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে মনিরুল হক মিঠু নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ৫জন স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন- হাজী আক্তার হোসেন, আবদুল মতিন মন্টু, মো. কামাল হোসেন, মো. মমিন আলী, মো. রাসেল মিয়া সকলেই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব এর হাতে মনোনয়নপত্র জমা দেন।একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহন যোগ্য উপ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিস মো. আবু তালেব।
উল্লেখ্য গত ২৮অক্টোবর হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুল হক মজনু মারা গেলে ইউনিয়নটির চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়, ইউ’পি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৩০ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।