নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বৃহস্পতিবার জাতীয়ভাবে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ পেয়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাপুর আলী আকবর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনিরুল ইসলাম আমানত।
তিনি ২০১৭ সালের ৫ই জানুয়ারী সভাপতি নির্বাচিত হন। তার কর্মদক্ষতার মাঝে উল্লেখযোগ্য হলো- শিক্ষা, খেলাধুলা, ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া থেকে সচেতনতা বৃদ্ধি করা, বিদ্যালয়ে চোখে পড়ারমত অবকাঠামোগত উন্নয়নমুলক কাজ করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের আস্থা এবং আগ্রহ বৃদ্ধি করা।
এছাড়াও সরকারের যে কোন পদক্ষেপে সাড়া দিয়ে তিনি এবং তার প্রধান শিক্ষক নুরছাত সুলতানা লেখাপড়ার মানউন্নয়ন করে প্রশংসিত হয়েছেন।