বাংলাদেশে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত গত এক দশকে প্রায় ১২ হাজার নারী-শিশু মানব পাচার সম্পর্কিত অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী।
৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী মোমেনুল হক মোমেন।
বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপি’র তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দেশের প্রত্যেকটি সীমান্তবর্তি জেলা মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ। এসব জেলা থেকে বেশির ভাগই প্রাথমিক ভাবে বড় শহর গুলোতে আসে। এভাবেই বিভিন্ন এলাকা থেকে পাচার হয়ে দেশের বাহিরে চলে যায়। এদেরকে পতিতাবৃত্তি, বাসা-বাড়ির কাজে ও ভিক্ষা বৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কাজে ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের তথ্য দিয়ে তারা বলেন, ২০০১ সালে মানব পাচার সম্পর্কিত অপরাধের ঘটনা ঘটেছে ৭ হাজার ৯০৪টি। গত এক দশকে তা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৬টি তে। আর প্ল্যান বাংলাদেশের তথ্য মতে, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত অন্তত ২ লাখ নারী মিথ্যা প্রলোভনের শিকার হয়ে প্রতিবেশি দেশগুলোতে গিয়ে পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়েছে।
গত এক দশকে কতজন শিশু পাচার হয়েছে, তার তথ্য বিক্ষিপ্ত ভাবে সংরক্ষিত হলেও সমষ্টিক কোন তথ্য প্রকাশ নাপাওয়ায় শিশু পাচারের সঠিক সংখ্যা জানা যায়নি বলে জানান নারী মৈত্রীর এই কর্মকর্তা। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ভূমিষ্ঠ শিশুও পাচার হয়। তাদের কিডনি পাচার হয়। কিন্তু সে ক্ষেত্রে কোন রিপোর্ট হয়না। এক রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশে যত শিশু মিসিং বা ট্রাফিকিং এরঘটনা ঘটেছে তার মধ্যে শতকরা ২৭ ভাগ দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে এবং ১২ ভাগ রিপোট টেলিভিশন মিডিয়াতে প্রকাশ পায়।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ তে নবজাতকদের মিসিংয়ের কোন তথ্য কোথাও উল্লেখ নেই। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সাম্প্রতিক বিভিন্ন সংগঠন গুলো কাজ করলেও তাদের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাবসহ ভিকটিমদের অভিযোগ তালিকাও নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় মানব পাচার রোধসহ শিশুকে মানব সম্পদ হিসেবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করতে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন, মানব পাচার প্রতিরোধ ও দমনআইন ২০১২ বাস্তবায়ন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং, শিশুপাচার রোধ ও শিশু সুরক্ষায় দায়িত্বশীলদের ভূমিকাএবং শিশু সুরক্ষানীতিমালা বাস্তবায়ন ও প্রচলিত বিচার ব্যবস্থায় শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রিভেনশন অফ চাইন্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি এ- নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় নারী মৈত্রী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর রংপুর প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মওলা চৌধুরী প্রমুখ।
নারী মৈত্রী চলতি বছরে বিভিন œসময়ে রংপুর মহানগর সহ জেলার বিভিন œউপজেলায় প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজ উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবী, সুধি সমাজের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়, সেমিনার, কর্মশালা ও সমসাময়িক বিষয়ে আলোচনা অনুষ্ঠান করেছে।