কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একরামুল হক খন্দকার গত ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চেয়ারম্যান পদটি শুন্য হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফলিশ অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান খনদকার এরশাদ, জাতীয় পার্টির সহিদুর রহমান, স্বতন্ত্র আবু তালেব সরকার, ফেরদৌসী বেগম, সুলতানা রাজিয়া, মতিউর রহমান, আমিনুল ইসলাম লিটন, সাইদুল ইসলাম, আক্কাছ আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ৩০ ডিসেম্বর ওই ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে,উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্যের মৃত্যুতে পদ দুইটি শুন্য হয়। ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড উপ-নির্বাচনে সদস্য পদে ওবায়দুল হক, সিরাজুল ইসলাম, নূরন্নবী মিয়া ও ধামশ্রেনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমিনুল ইসলাম বাবু, ফিরোজ আলম, মাহমুদা বেগম, রঞ্জু মিয়া, দুলাল মিয়া মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।