মোল্লাহাটে অসহায় এক পরিবারের বাড়ি যাতা-য়াতের পথ বন্ধ করে সরকারী ওয়াপদার জমি জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে জনৈক রাবি বেগম ও তার পরিবারের বিরুদ্ধে। উক্ত ঘটনায় নিরুপায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন পূর্বে গাড়ফা গ্রামে ওয়াপদা সড়ক সংলগ্ন একখন্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি করে নির্বঘেœ বসবাস করছেন কেরামত আলী ও তার পরিবার। পরবর্তীতে ওই বাড়ি যাতা-য়াতের পথ বন্ধ করে সরকারী ওয়াপদার জমিতে বাড়ি করেন শিব্বির আহম্মেদ-রাবি বেগম দম্পতি। বাড়ি যাতা-য়াতের পথ বন্ধ করে দেয়ার ঘটনায় উক্ত অভিযোগ করেন কেরামত আলীর স্ত্রী কদর বেগম।
কদর বেগম জানান, ওই অভিযোগ পেয়ে ভূমি অফিসের পক্ষ থেকে মৌখিক নিষেধ করা হয় রাবি বেগম ও তার পরিবারকে। উক্ত নিষেধাজ্ঞা ভ্রুক্ষেপ না করায় উপজেলা ভূমি অফিসে হাজির হওয়ার জন্য তাদেরকে নোটিশ করেছেন কর্তৃপক্ষ। অভিযোগ করার বিষয়ে ক্ষুব্ধ হয়ে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকী দিয়ে চলেছেন জবর-দখলকারী পক্ষ। এহেন অবস্থায় যথাযথ বিচার দাবী করছেন ভুক্তভোগী পরিবার।