কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়।
এবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত-জবেদ আলী মন্ডলের পুত্র সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ির একটি নারকেল গাছের পাতায় আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি লেখা পাওয়া গেছে বলে দাবী করেছে গাছের মালিক রফিকুল ইসলাম ওরফে রফি মেম্বর। এখবর ছড়িয়ে পড়ায় নারকেল গাছের পাতায় আল্লাহু নাম লেখা দেখতে আশপাশের উৎসুক মানুষ আসতে থাকেন রফি মেম্বরের বাড়িতে।
গাছের মালিক রফিকুল ইসলাম (রফি) জানায়, তার বাড়িতে এসএস পাইপ মিস্ত্রি কাজ করছিল সোমবার হঠাৎ মিস্ত্রি তাকে জানায় যে আপনার নারকেল গাছের পাতায় আরবি হরফে লেখা আল্লাহর নাম লেখা আছে। তখন আমি নারকেলের পাতায় লেখা দেখে শিওর হওয়ার জন্য দূর্গাপুর জামে মসজিদের ইমাম মোঃ নওশের আলী এবং ছালাভরা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিমকে ডেকে পাতাগুলো দেখায় তারাও স্বীকার করেন যে এগুলো আরবি হরফে আল্লাহ লেখার সাথে হুবহু মিল রয়েছে।
হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম জানান, বিষয়টি দেখে আমি প্রথমে বিস্মিত হয়ে যায়। পরে পাতাগুলো দেখে এমন অনেক চিহ্ন পাওয়া যায় তার মধ্যে কয়েকটি চিহ্ন আরবি হরফে লেখা আল্লাহ লেখার সাথে মিল পাওয়া গেছে। এগুলো বিভিন্ন কিট পতঙ্গ পাতায় লাগার কারণে কাকতালীয় ভাবে আরবি হরফে আল্লাহ নাম লেখার সাথে মিল রয়েছে। এ খবর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে নারকেলের পাতায় আল্লাহ লেখা দেখার জন্য তার বাড়িতে ভীড় জমাতে থাকে।