মঙ্গলবার সকালে শৈলকুপা বাজারে আসার সময় নুরুল আলম (৫৫) নামের এক জুতা ব্যবসায়ী ট্রাকের চাপায় নিহত হয়েছে। নিহত ব্যক্তি শৈলকুপা উপজেলার কৃষ্ণ নগর গ্রামের মৃত ওলিমুদ্দিনের ছেলে। এলাকাবাসী সুত্রে জানাগেছে ব্যবসায়িক কাজে নুরুল আলম ভ্যানে শৈলকুপা বাজারে আসার পথে শৈলকুপা থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক কাতলা গাড়ী সড়কের বেদে পাড়া নামক স্থানেএকটি ভ্যান গাড়ী কে চাপা দিলে ভ্যানে বসে থাকা যাত্রী নুরুল আলম গুরুত্বর আহত হয়। আহত ব্যক্তিকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃতুবলে ঘষোনা করেন। বর্তমানে ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করেছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা শিকার করেন।