কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারী কলেজে’র ২০১৪-১৫ সেশনে স্নাতকে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির তালিকা প্রস্তুত করার সময় অফিস সহকারী আব্দুল আজিজ বিভিন্ন সময়ে বিভিন্ন কাগজ তৈরী করার নাম করে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা পয়সা নিত। ঐ সেশনের উপবৃত্তি পাবে এমন তালিকাভূক্ত সকল ছাত্র-ছাত্রীদের কলেজ কর্তৃপক্ষ ভাড়াটিয়া কয়েক জন কর্মী ডেকে এনে ডাচ-বাংলা মোবাইল একাউন্টের হিসাব খুলে নেন। কলেজের অফিসেই বসে হিসাব খোলার কাজ করার সময় ঐ সমস্ত প্রতারক লোকজন কোন কোন ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। যে ছাত্রী প্রস্তাবে রাজি নয়, তার মোবাইল নম্বরের ডিজিট ভূল করে অ্যাকাউন্ট (ডিবিএল) হিসাব খুলে দেন। ফলে ২০১৪-১৫ সেশনে স্নাতক পড়-য়া ৩৭জন উপবৃত্তি পাবে এমন তালিকাভূক্ত পরীক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল নম্বরে ম্যাসেজ না আসার কারণে ১১জন ছাত্র-ছাত্রী সমুদয় টাকা পাওয়ার লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বসী’র নিকট গত ১২/০৩/২০১৯ইং তারিখে লিখিত আবেদন করেছিল। ইউএনও অভিযোগপত্র পেয়ে ভূরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্যাহ হেল বাকীকে উপবৃত্তির টাকা প্রদানের ব্যবস্থা গ্রহনের নির্দশ দেন। এদিকে ৩য় বর্ষের ফলাফল প্রকাশ হলেও অভিযোগকারী ছাত্র-ছাত্রীদের প্রাপ্য সরকারী উপবৃত্তির টাকা এখনো পায়নি। প্রতি জনের ১৫ হাজার করে টাকা পাওয়ার কথা থাকলেও ৩৭ জনের মোট ৫ লক্ষ ৫৫ হাজার টাকা কার নিকট জমা আছে? আবেদনকারী ছাত্র-ছাত্রীরা উপবৃত্তির টাকা পাবে কিনা, এ ব্যাপারে ইউএনও’র নিকট আবার গেলে তিনি অধ্যক্ষের নিকট যেতে বলেন। পরে আবেদনকারী ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকা পাবে কিনা অধ্যক্ষের নিকট জানতে চাওয়ায় তিনি জবাব দেন, আমরা মন্ত্রনালয়ে লিখেছি। মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপন করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এখন টাকার ব্যবস্থা না করে গণমাধ্যম কর্মীকে মামলা করবেন বলে হুমকি দিচ্ছেন। আসলে অভিযোগকারী শিক্ষার্থীরা শিঘ্রই উপবৃত্তির টাকা পাক তাহলে সবকিছু সমাধান হবে মন্তব্য করেছেন সচেতন মহল। উল্লেখ্য, অফিস সহকারী আব্দুল আজিজ কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে রুক্ষ্ম ব্যবহার করেন এবং কাজ কর্মে যথেষ্ঠ অবহেলা করেছেন ফলে ২০১৪-১৫ সেসনের ৩৭ জন ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকা এখনো পায়নি। সচেতন মহলের মন্তব্য, স্নাতক পাশ করার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তালিকাভূক্ত ছাত্র-ছাত্রী উপবৃত্তি থেকে কেন বঞ্চিত হবে? স্থানীয় গণমাধ্যমকর্মী বিষয়টি জানতে পেরে ভূরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সম্মুখীন হয়ে গতকাল ২ ডিসেম্বর শেষবারের মত জানতে চেয়েছিল, অভিযোগ করা শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে কিনা? অধ্যক্ষ ঐ গণমাধ্যম কর্মীকে মামলার ভয় দেখান। ইতঃপূর্বে কলেজের নামে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি ক্ষুদ্ধ হয়েছেন এবং মামলার হুমকি দেন।