বাগেরহাট জেলার ফকিরহাটের সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের গাড়িটি দীর্ঘদিন ছাত্রীদের আনতে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে বাগেরহাট সদরের বিভিন্ন স্থান থেকে আসা কলেজ পড়ুয়া ছাত্রীরা। বিশেষ করে বাগেরহাট সদরের বারুইপাড়া, সুতাল, আড়পাড়া, কুরশাইল, পার কুরশাইল ও উজলপুর এলাকার কলেজ পড়ুয়া মেয়েদের অভিভাবকেরা চরম বিপদের মধ্যে পড়েছে এই কলেজে ভর্তি করিয়ে এমনটি অভিযোগ করছেন তারা।
কলেজ পড়ুয়া ছাত্রীদের অভিভাবকেরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রীদের আনা নেওয়া করানোর গাড়িটি বারুইপাড়া-আড়পাড়া এই লাইনে না ঢোকার জন্য তাদের কলেজ পড়ুয়া মেয়েরা কলেজে যেতে পারছে না। গাড়ি ছাড়া যেদিন এইসব এলাকা থেকে কোনো ছাত্রীকে কলেজে যেতে হয় সেদিন প্রায় তাদের ৮০/১০০ টাকার মত খরচ হয়। যা অধিকাংশ অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। কলেজ পড়ুয়া ছাত্রী ও অভিভাবকেরা জানান, কলেজটি যখন বেসরকারি ছিল তখনই কলেজের মান অনেক ভাল ছিল। সরকারি হওয়ার পর শিক্ষার্থীদের দিকে নজর একেবারেই কমে গেছে কলেজ প্রশাসনের।
এ বিষয়ে কথা হয়েছিল কলেজের শিক্ষক প্রতিনিধি মনোতোষ রায় কেষ্ট স্যারের সাথে। তিনি জানালেন, গাড়িটি বিগত ৪/৫ মাস ধরে নষ্ট হয়ে আছে। কলেজ ফান্ডে অতিরিক্ত টাকা না থাকার জন্য গাড়িটি মেরামত করা যাচ্ছে না। তবে দ্রুত মেরামত করা হবে' বলে তিনি এই প্রতিনিধিকে আশ্বস্ত করেছেন।