অবশেষে তদন্ত কমিটির রিপোর্টেও মিললো সত্যতা। নকলের সাথে জরিত ও বাধা প্রদান না করে বরং সহযোগিতার ঘটনার তদন্ত রিপোর্টে বেড়িয়ে এলো সবকিছু। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের ঘটনায় তদন্ত রিপোর্টে নকলের সত্যতা প্রমাণ মিলেছে। ওই পরিক্ষা কেন্দ্র বাতিল ও দায়িত্ব অবহেলায় কেন্দ্রটির সচিব ও উপজেলা সহকারি শিক্ষা অফিসারকে তিরস্কার ও পরিক্ষা কেন্দ্রের দুই পরিদর্শককে আজীবনের জন্য পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতিসহ বেশ কিছু সপারিশ এসেছে তদন্ত রিপোর্টে ।
সোমবার ( ২ডিসেম্বর ) বিকাল ৩ টার দিকে এই তদন্ত রিপোর্ট সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব ।
তদন্ত রিপোর্ট সুত্রে জানা যায়, উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের সব কয়টি কক্ষে পরিক্ষার্থীরা মহাউৎসবে নকলে মেতেছে তাই এই কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন অর রশিদ ওকামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব শাহিনুর ইসলাম সাজু কে তিরস্কার ও কেন্দ্রটি বাতিলের সুপারিশ করা হয়েছে । এছাড়াও শিক্ষার্থীদের নকলে বাধা না দেয়ায় এইকেন্দ্রের পরিদর্শকের দায়িত্বে থাকা গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ববিতা আকতার ও ওসমানের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলীকে আজীবনের জন্য পরিক্ষা পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া সুপারিশ করা হয়েছে ।
‘পিএসসিপরীক্ষায় নকলে মজেছে কোমলমতি শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন িৈনক আমাদের সময়ে প্রকাশিত হয়। সংবাদটি ভাইরাল হয়ে যাওয়ায় বিষয়টি নজরে এলে গত মঙ্গলবার (২৬নভেম্বর) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সাঘাটা উপজেলা প্রশাসন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীবকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সাজু মিয়া ও সাঘাটা উপজেলাশিক্ষা অফিসার আজিজুল ইসলাম।