কুড়িগ্রামের উলিপুর উপজেলা পর্যায়ে রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘সেক্সচুয়াল রিপ্রোডাক্টটিভ ভায়োলেন্স এ- জেন্ডার বেস ভায়োলেন্স’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের, উপজেলা প.প কর্মকর্তা ডা: সুভাষ চন্দ্র সরকার, উলিপুর থানার উপপরিদর্শক হাসান ফারুক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার।এমজেএসকেএস’র সহযোগিতায় ও ইউএনএফপিএ এর অর্থায়নে কেয়ার প্রকল্পের সিনিয়র কর্মকর্তা তানিমা মেহজাবিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক অমল মজুমদার, জেলা সমন্বয়কারী নাজমিন সুলতানা, বেস ম্যানেজার তাপসী ও মমতাজ বেগমসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।