ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজশাহীর সীমান্ত দিয়ে ২০০ এর বেশি কিছু লোককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএসএফের পুশইনে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যেন সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে তাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে প্রস্তুত রয়েছে। তাছাড়া অবৈধভাবে পুশইনের যে কোনো চেষ্টা বিজিবি প্রতিরোধ করতে সক্ষম।’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দফতরে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি। হাজার হাজার মানুষের কথা বলা হলেও তারা সংখ্যায় খুব কম। শখানেক হতে পারে। তবে তারা বাংলাদেশি কিনা, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, ভিসা শেষ হয়ে গেছে কিনা এরকম জটিলতায় পরে লোকজন বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, অন্য কোনো দেশের নাগরিক হলে তারা বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে দেওয়া হবে না।’
এদিকে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকানোসহ মাদক, চোরাচালান ও মানবপাচার রোধ করতে বিজিবির সঙ্গে রাত জেগে টর্চলাইট ও লাঠি হাতে নিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পালা করে সীমান্ত পাহারা দিচ্ছেন রাজশাহীর পবা উপজেলার চরখানপরের গ্রামবাসীরা।
উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার (২৯ নভেম্বর) চৌকি স্থাপন করেছে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানোর হলেও তারা তা গ্রহণ করেনি বলে জানিয়েছে বিজিবি। এছাড়াও বিজিবির পক্ষ থেকে মঙ্গলবার বিএসএফকে সরেজমিনে পরিদর্শনে আসার আহ্বান জানানো হয়।