পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চিংগুড়িয়া বাজারে সোমবার শেষ রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে মনোয়ার হোসেন মাতুব্বরের ১টি মুদি দোকান এবং মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চিংগুড়িয়া বাজার শাখা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষাধিক টাকা। স্থানীয় সহয়তায় ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষনে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটতে পারে। ক্ষতিগ্রস্থ দোকানী মনোয়ার হোসেন জানান, একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় তার পথে বসার উপক্রম হয়েছে।