কুমিল্লার হোমনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা ভবনে ইউএইচও ডা. আবদুস ছালাম সিকদারে সভাপতিত্বে এডভোকেসি সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে সভাপতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, নার্স ও সাংবাদিকদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুরল আমিন প্রমুখ।