জলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার ৪শ পিচ ইয়াবা বড়িসহ মোঃ সাদ্দাম হোসেন(২৫) নামে একজনকে আটক করেছে তারাটিয়া তদন্তকেন্দ্রের পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়,গত ২ ডিসেম্বর বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে দেওয়ানগঞ্জ সার্কেল এসপি এবং , দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এর তত্ত্বাবধানে তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ ফরহাদ আলীর নের্তৃত্বে একদল পুলিশ তারাটিয়া মতিউর রহমানের নার্সারী বাগানের সামনে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। এ সময় রৌমারী থেকে আগত বকশীগঞ্জগামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা তল্লাশী চালিয়ে ৭হাজার ৪শ পিচ ইয়াবা বড়িসহ মোঃ সাদ্দাম হোসেন(২৫)কে আটক করে পুলিশ। আটককৃত সাদ্দাম হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবামনেরচর এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে। পুলিশ জানায়,৭৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবা বড়ির আনুমানিক মূল্য প্রায় বাইশ লক্ষ বিশ হাজার টাকা। এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম।