নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. রিয়াজ উদ্দিন (২৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ২ টি এলজি, ৫ টি কার্তুজ, ৫ টি বুলেট, ১ টি চেনি, ১ টি চাপাতি, ১টি বড় স্ক্রু ড্রাইবার, ১ টি গুলি রাখার বেইল্টযুক্ত প্রসেস,১টি ভাঙ্গা মোবাইল,হুকসহ ডাকাতি করার সরঞ্জামাদি জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর রাতে রাতে উপজেলার সৈকত ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের করিম মাস্টারের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রিয়াজ (২৭), হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।